জিম্বাবুয়ের বিপক্ষের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম জয় পেয়েছেন নুরুল হাসান সোহান। আর ওই ম্যাচ শেষেই তাকে পেতে হলো দুঃসংবাদ। চোটের কারণে সিরিজই শেষ হয়ে গেছে তার। বিসিবি রোববার (৩১শে জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে উইকেটকিপিং করার সময় পেইসার হাসান মাহমুদের বলে ডান হাতের তর্জনীতে চোট পান সোহান।
চোট নিয়ে ম্যাচ শেষ করলেও পরে স্ক্যানে দেখা গেছে সেটা হালকা নয়। যা থেকে সেরে উঠতে ৩ সপ্তাহ সময় লাগবে।
বিসিবির ফিজিও মুজাদ্দেদ সানি সোহানের বিষয়ে বলেন, ‘এ ধরণের চোট সারতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে যে কারণে মঙ্গলবারের ম্যাচ তো বটেই ওয়ানডে সিরিজেও সোহান খেলতে পারছেন না।’
সোহানের বদলে কে অধিনায়ক হবেন সেটা জানায়নি বিসিবি। তবে দায়িত্ব সহ-অধিনায়ক লিটন দাসের কাঁধেই পড়ার সম্ভাবনা বেশি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দেশের অষ্টম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয় সোহানের। যাত্রার শুরুটা হার দিয়ে হয় এ উইকেটকিপার ব্যাটসম্যানের।
তবে দ্বিতীয় ম্যাচে ঠিকই জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ। আর সোহান পান অধিনায়ক হিসেবে তার প্রথম জয়।