ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন আজ। ১৯১৭ সালের এই দিনে (১৯শে নভেম্বর) ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন ইন্দিরা গান্ধী। পারিবারিক নাম ইন্দিরা নেহরু। ডাক নাম ইন্দু। বাবা পন্ডিত জওহরলাল নেহরু ও মা কমলা নেহরু।
শান্ত নিকেতনে লেখাপড়ার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নামের শেষে যোগ করেন প্রিয়দর্শিনী। কবিগুরু তাকে ডাকতেন ইন্দিরা প্রিয়দর্শিনী নামে। ফিরোজ গান্ধীর সঙ্গে বিয়ের সূত্রে তার নাম হয় ইন্দিরা গান্ধী। এ নামেই তিনি সবার কাছে পরিচিত।
তিনি ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। আধুনিক বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান। দীর্ঘ ১৫ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ এই মহীয়সী নারী তার নেতৃত্বে ভারতকে নানাভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করেছেন। আর গোটা বিশ্বে তিনি খ্যাত একজন মহান ‘রাষ্ট্রনায়ক’ হিসেবে। তার শাসনামলে ভারত দক্ষিণের বিশেষভাবে এশিয়ার রাজনীতি, অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের স্বাধীনতার পেছনেও রয়েছে তার অসামান্য অবদান।
তার পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান এবং আরেক পুত্র রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান। দুই পুত্র বধূ মানেকা গান্ধী ও সোনিয়া গান্ধী বেঁচে আছেন।
১৯৮৪ সালের ৩১শে অক্টোবর মারা যান তুখোর এ রাজনীতিবিদ ।