ইন্দোনেশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটির বালিতে টানা বৃষ্টিপাতের ফলে বন্যায় নদী ভাঙনের দেখা দিয়েছে। বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দেনপাসার এলাকায় বন্যায় ভেসে গেছে দুইজন। খবর বিবিসির।

বাড়িঘর ডুবে যাওয়ায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে। বন্যায় নদী ভাঙনের পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এবং কমপক্ষে দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বালির বাসিন্দা তাশা বিবিসিকে বলেন, বন্যা এতোটাই ভয়াবহ যে, এখানকার মানুষ হতবাক। আমি ভেবেছিলাম বালিতে পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা আছে।

বন্যার কারণে এক সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।বুধবার এক বিবৃতিতে, বন্যায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে দুর্গতদের জরুরি সহায়তা প্রদানের নিদেশনা দেওয়া হয়েছে। বন্যার কারণে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান।কর্তৃপক্ষ জানিয়েছে, বালির দক্ষিণ-পশ্চিমে জেমব্রানা রিজেন্সিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং পানিতে ভেসে গিয়ে দুইজন মারা গেছে।

বালির রাজধানী দেনপাসারে আটজন এবং জিয়ানিয়ারে তিনজনের লাশ পাওয়া গেছে। বাদুং কাউন্টিতে একজনের মৃত্যু হয়েছে।বালির দক্ষিণ-পশ্চিমে জেমব্রানা জেলায় কমপক্ষে ৮৫ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বালির পাশাপাশি পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে কমপক্ষে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন দু’জন এবং আরো চারজন নিখোঁজ রয়েছেন।