ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রম। আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে ‘ওয়ের্ধা দামাই’ নামের ওই বৃদ্ধনিবাসে আগুন লাগে।
মানাডো শহরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সংস্থার প্রধান জিমু রোটিনসুলু বার্তা সংস্থা এএফপিকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনি বলেন, “এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে এবং তিনজন দগ্ধ হয়েছেন। নিহতদের অনেকের মরদেহ ঘরের ভেতরেই পাওয়া গেছে।”
জিমু রোটিনসুলু আরও জানান, সন্ধ্যার দিকে আগুন লাগার সময় অনেক বয়স্ক বাসিন্দা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। আগুন লাগার পর কর্তৃপক্ষ অন্তত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বৃদ্ধাশ্রমের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং স্থানীয় বাসিন্দারা একজন বয়স্ক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করছেন।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ভবন ও শিল্পপ্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। চলতি মাসের শুরুর দিকেও দেশটির রাজধানী জাকার্তার একটি সাত তলা অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছিলেন।
এর রেশ কাটতে না কাটতেই সুলাওয়েসি দ্বীপের এই দুর্ঘটনাটি দেশটির জননিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে। কর্তৃপক্ষ এখনো আগুনের সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি, তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। সরকারি পর্যায়ে এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।












