ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনা ১৪ পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন। দেশীয় পর্যটকদের বহনকারী ওই বাসটি গতকাল সোমবার ভোরে একটি বিল বোর্ডের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার কারণ নিশ্চিত না ভাবে বলা না হলেও অভিযোগ উঠেছে, বাসের চালক ওই সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন।

দেশটির পূর্ব জাভার ট্রাফিক পুলিশ প্রধান লতিফ উসমান জানিয়েছেন, সোমবার (১৬ মে) প্রাদেশিক রাজধানী সুরাবায়া থেকে ইন্দোনেশীয় পর্যটক বহনকারী বাসটি মধ্য জাভার ডিয়াং মালভূমি থেকে ফেরার পথে মোজোকারতো টোল রোডে একটি বিলবোর্ডে ধাক্কা দেয় । এ সময় দুর্ঘটনাটি ঘটে।

তিনি এরও জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। বাসটির চালক গুরূতর ভাবে আহত হওয়ায় পুলিশ এখনও তাকে জিজ্ঞাসাবাদ করে নি।স্থানীয় হাসপাতালগুলোতে আহত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পুলিশ জানায়, গত মাসে, পশ্চিম পাপুয়া প্রদেশে খনি শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পাহাড়ে বিধ্বস্ত হলে ১৬ জনের প্রাণহানি ঘটে।

এ ছাড়া গত ফেব্রুয়ারিতে জাভা দ্বীপে একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ছুটি কাটাতে যাওয়ার সময় কারখানাকর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিল।