ইংলিশ প্রিমিয়ার লিগে সান হুন মিনের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে টটেনহ্যাম। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে লিস্টার সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে শুরুতেই গোল খেয়ে বসে টটেনহ্যাম। ম্যাচের চতুর্থ মিনিটে জেমস জাস্টিনকে ডি বক্সে ফেলে দেন ডেভিন। ভিআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে দলকে এগিয়ে নেন ইউরি টায়েলমানস। তবে এগিয়ে গিয়ে লিড ধরে রাখতে পারেনি লিস্টার।
ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন হ্যারি কেইন। এরপর ২১ মিনিটের সময় এরিক দায়ারের গোলে লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ৪১ মিনিটের সময় আবার সমতায় ফেরে লিস্টার। গোল করেন ম্যাডিনসন।
সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। তবে বিরতি থেকে ফিরে টটেনহ্যামের লাগাতার আক্রমণে খেই হারায় সফরকারীরা। ৪৭তম মিনিটে বেনটাচুরের গোলের পর বদলি হিসেবে নামা সন হুন মিন মাত্র ১৩ মিনিটে করেন হ্যাটট্রিক।
৫৯ মিনিটে মাঠে নামা মিন প্রথম গোল করেন ৭৩তম মিনিটে। এরপর ৮৩ ও ৮৬ মিনিটে গোল করে দলকে এনে দেন ৬-২ ব্যবধানের জয়।
এদিকে, প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হতেই কেভিন ডি ব্র“ইনার পাস থেকে গোল করেন জ্যাক গ্রিলিশ। ব্যবধান দ্বিগুণ হতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। ষোড়শ মিনিটে বের্নার্দো সিলভার পাস ধরে কিছুটা এগিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি করেন হল্যান্ড।
নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হল্যান্ড। ৩৩তম মিনিটে গ্রিলিশকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার ন্যাথান কলিন্স। এরপর ৬৯তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফোডেন। বাকি সময় কোনোমতে পার করে দেয় ১০ জনের উলভারহ্যাম্পটন।
সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। সমান ম্যাচে টটেনহ্যাম হটস্পার ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ও এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে।