যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। ইসলামের মহিমান্বিত এই রাতে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল ইবাদত বন্দেগিতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাতে নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, ইবাদত বন্দেগী ও জিকির-আসকার করছেন মুসলিমরা। মসজিদে মসজিদে মুসলিম উম্মার শান্তি, অতীতের গুণাহ মাফ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনী হিসেবে পালন করে সারা বিশ্বের মুসলমানরা। ইসলাম ধর্ম বিশ্বাস অনুযায়ী, এই রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।
আল্লাহর নৈকট্য লাভের আশায় এশার নামাজের পর নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে ব্যস্ত মুসলিমরা। ধর্ম মতে, অর্ধ শাবানের রজনীতে আল্লাহ তাঁর বান্দাদের প্রতি বিশেষ নজর দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন।
শবে বরাত উপলক্ষে বাদ মাগরিব থেকেই বায়তুল মোকাররমসহ প্রতিটি মসজিদে নামাজ শেষে বিশেষ এই রাতের ফজিলত তুলে ধরছেন ইসলামী চিন্তাবিদেরা। পরে ব্যক্তিজীবনসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় দান-ছদকা ও আপনজনদের কবর জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।