ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী জড়িত ৫ জনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট । একইসঙ্গে হলের প্রোভোস্টকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতির রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ শিক্ষার্থী হলেন- ইবি ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের একই শিক্ষাবর্ষের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোয়াবিয়া। অন্তরা ছাড়া সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছাত্রী নির্যাতনের ঘটনায় জড়িত ৫ জনকে ক্যাম্পাসের বাইরে রাখতে বলা হয়েছে। এছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুনকে তিন দিনের মধ্যে পছন্দমতো হলে আবাসিকতা দিয়ে ভয়ভীতিহীনভাবে একাডেমিক কার্যক্রম নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়৷
এ সময় হাইকোর্ট আরও বলেন, সম্প্রতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক পরিচয় অপব্যবহার করছে, যা তাদের রাজনৈতিক দলের ইমেজও নষ্ট করছে যা অনুচিত। তাই র্যাগিংসহ এসকল কার্যক্রম বন্ধে বিশ্ববিদ্যালয়সমূহকে ৬টি নির্দেশনা দেন হাইকোর্ট।