আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার (২৪শে মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি এ কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা ইভিএম নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেইনি। কোনো চাপের মুখে আমরা মাথা নত করব না, করছি না। ইভিএম নিয়ে আমরা ৫টা মিটিং করেছি, আগামীকালও আরও একটা মিটিং হবে। এরপর ওপেন মিটিং হবে, আপনারা দেখতে পাবেন। আমরা বলেছি ইভিএম নিয়ে আমরা সকলের আস্থা অর্জন করতে চাই।

তিনি বলেন, নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। এটা আমরা অন্তর থেকে বলছি। আমরা চাই সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতে সুস্থ ধারা প্রবাহিত হোক, গণতন্ত্রের মাধ্যমে দেশের রাজনীতি আরও সুদৃঢ় হোক, সংহত হোক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নয় বরং দেশের নাগরিক হিসেবেও এটা আমরা একান্তভাবে কামনা করি।

‘ইভিএম পদ্ধতির ভুলত্র“টি যদি থাকে তা ধরিয়ে দিতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে’- নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের বিষয়ে সিইসি বলেন, মিডিয়ার মাধ্যমে এটা প্রচারিত হয়েছে। এতে নির্বাচন কমিশন অবনমিত হয়েছে, নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ম হয়েছে। এ ধরনের ঘোষণা ইসি দিতেই পারেন না। এটা আমার কাছে উদ্ভট কথা মনে হয়েছে। এত টাকাই বা আমরা কোথায় পাব?