আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে হবে, না ব্যালট পেপারে হবে তা নিয়ে বিএনপি’র কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, আমরা ইভিএম বা ব্যালটের নির্বাচন নিয়ে আগ্রহী নই। আমরা নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলন করছি। যে সরকারকে হত্যার মধ্য দিয়ে দেশের গণতন্ত্রিক ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে।
আজ (সোমবার) রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এ ব্যাপারে আমাদের একটুও আগ্রহ নেই। কারণ আমরা পরিষ্কার বলেছি, জাতির মূল সংকট নির্বাচনকালীন সরকার নিয়ে। নির্বাচনকালীন কোন ধরনের সরকার থাকবে সেটাই প্রধান আলোচ্য বিষয়। বিগত দিনে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কারণে আমাদের গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতার মূল চেতনা থেকে দেশ বহু দূরে সরে এসেছে’।
বিএনপি মহাসচিব বলেন, ‘সংসদ বিলুপ্ত করতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে’।
বিভিন্ন দলের নেতাদের মধ্যে ইফতারে অংশ নেন, জেএসডির সভাপতি আ স ম রব, এলডিপির সভাপতি অলি আহমেদ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, কল্যাণ পার্টির চেয়ারম্যান ইব্রাহিম বীর বিক্রম, জাতীয় পার্টির সিনিসর কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ অনেকে।