সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা ও গ্রেপ্তারের প্রতিবাদে আবারও উত্তাল পাকিস্তান। বেশ কিছুস্থানে বিক্ষোভ করেছে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। শনিবার দেশের বিভিন্ন অংশ থেকে ৬৭ জন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই কর্মীকে আটক করেছে পুলিশ।
এদিন, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে সবচেয়ে বড় সমাবেশ হয় পেশোয়ারে। তবে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল পুলিশ। ব্যাপক ধরপাকড়ও চালানো হয় ওই সমাবেশে।
শনিবার সন্ধ্যায় পাঞ্জাবের অ্যাটোক জেলার কুখ্যাত একটি কারাগারে নেয়া হয় পিটিআই নেতা ইমরান খানকে। এদিন আলোচিত তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের আদালত। দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় রাজনীতি থেকেও। দুপুরেই লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আটকের আগে দেয়া ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান ইমরান খান।