পাকিস্তানে লং মার্চে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পিটিআই দলের নেতাকর্মীরা। হামলার ঘটনায় বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিটিআই। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের বিরুদ্ধে হামলায় যোগসাজশের অভিযোগ তুলেছেন ইমরান খান।
বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে তেহরিক-ই-ইনসাফের লংমার্চের সময় গুলিবিদ্ধ হন সাবেক প্রধানমন্ত্রী এবং দলটির প্রধান ইমরান খান। এরপর থেকেই দেশজুড়ে ক্ষোভ প্রকাশ করছেন পিটিআই নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে এবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইমরানের দল। শুক্রবার জুমার নামাজের পর থেকে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে তেহরিক-ই ইনসাফের নেতাকর্মীরা।
এরই মধ্যে আন্দোলন ছড়িয়েছে পড়েছে ইসলামাবাদ, করাচি, লাহোর, ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডিসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে। বিক্ষোভকালে ইমরান খানের ওপর হামলার ঘটনায় বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছে পিটিআই নেতারা। দেশটির প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশের সরকারের শীর্ষ পদে রদবদল না আসলে বিক্ষোভ অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্ল¬াহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালের বিরুদ্ধে হামলায় যোগসাজশের অভিযোগ তুলেছেন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পর পিটিআই’র সিনিয়র নেতা আসাদ উমার একথা জানান।
অন্যদিকে, ইমরান খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টুইট বার্তায়, পাকিস্তানের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। হামলার নিন্দা জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাইসহ দেশটির তারকা, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণী পোশার মানুষ।
বৃহস্পতিবার বিকেলে পাঞ্জাবে রাজনৈতিক সমাবেশে বন্দুকধারীর হামলায় পায়ে গুলি লেগে আহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এসময় দলের এক কর্মী নিহত হন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মূল হামলাকারীসহ এখন পর্যন্ত তিনজনকে আটক করে পুলিশ।