পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আজ মঙ্গলবার তোশাখানা মামলায় নিম্ন আদালতের সাজা বাতিল করে রায় দেয়া হয়। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে আদালতে এই রায় দেন। পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আইএইচসি সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করেছে, রায়টি একদিন আগে থেকেই সংরক্ষিত ছিল। যেখানে কর্তৃপক্ষকে পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

ইসলামাবাদ হাইকোর্টের এ রায় ইমরান খানের জন্য একটি বড় আইনী বিজয় হিসাবে এসেছে। এর আগে তিনি তোশাখানা মামলায় তার দোষী সাব্যস্ততা এবং সাজাকে চ্যালেঞ্জ করেছিলেন।

গত ৫ আগস্ট ইসলামাবাদের বিচারিক আদালত দেশটির নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এই রায়ের পর তাকে পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে অংশগ্রহণের অনুপযুক্ত ঘোষণা করা হয়।

ওই রায়ের পরপরই ইমরান খান এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

এদিকে গত সপ্তাহে দেশটির সুপ্রিম কোর্ট স্বীকার করে যে ইমরানের সাজাতে ‘প্রক্রিয়াগত ভুল’ ছিল।

গত বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়ার পর ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শতাধিক মামলা দায়ের করা হয়। আর তোশাখানা মামলায় তার কারাগারে যাওয়ার পর কয়েকটি জামিন বাতিল করা হয়েছে। তিনি বর্তমানে অটোক নগরীকে বন্দী রয়েছেন।