পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে, খুবই বাজে বার্তা পাঠাচ্ছে। তাদের (ইরান) এটা করা উচিত নয়। আমরা তাদের পারমাণবিক সম্ভাবনাকে নিশ্চিহ্ন করে দিয়েছি। তারা আবার এটা শুরু করতে পারে।

ইরান সম্প্রতি জানিয়েছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু গত জুনে ইরানে ইসরায়েলের হামলার পর সেই আলোচনা বন্ধ হয়ে যায়।

গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির আলোচনা হয়। সেখানে তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না, তবে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান খুব খারাপ সংকেত দিচ্ছে। তাদের এমন করা উচিত নয়। আমরা আগে তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছি। তারা আবার শুরু করলে আমরা তা আবারও ধ্বংস করব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের হুমকির জবাবে বলেন, ইরান কখনোই হুমকিতে নতি স্বীকার করবে না। শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের অধিকার। যদি কেউ হামলা করে, আমরা কঠোর জবাব দেব।

ইসরায়েলও ইরানকে হুমকি দিচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের হাত আবারও তেহরান পর্যন্ত পৌঁছাবে। এবার তা তাঁর ব্যক্তিগত স্তরেও পৌঁছাতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ইরানে আবারও হামলা করতে চাইলে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে।