ইরানের ‘সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে ইসরায়েল। প্রায় এক মাস আগে ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন থেকেই অবশ্য তেহরানে ইসরায়েলেলি হামলার আশঙ্কা করা হচ্ছিল। খবর বিবিসির।

১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাসব্যাপী হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরাইলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ওয়াশিংটনকে এই হামলা সম্পর্কে আগেই জানানো হয়েছিল। ইরানে ইসরাইলের হামলা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অবহিত করা হয়েছে।

ইরানে ইসরাইলের হামলার বিষয়টি নিশ্চিত করে আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র  সেন সাভেট এক বিবৃতিতে বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরাইল। এটি গত পহেলা অক্টোবর ইরানের হামলার জবাব।

ইরানের এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, বিকট বিস্ফোরণের শব্দ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণে হয়ে থাকতে পারে।  তবে ইরানের কী ধরনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল, তা এখনো পরিষ্কার নয়।