ইরানের ভূখন্ডে ক্ষেপণান্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল। ইসফাহান শহরের কাছে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। শুক্রবার সকালে হামলার এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন সূত্ররা ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালেও, ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে। এবং এ হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়। নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস করেছে ইরান। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইরানের বার্তা সংস্থার বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শহর ইসফাহানের একটি বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ইরান ইসফাহান, শিরাজ ও তেহরানের ফ্লাইট স্থগিত করেছে।

ইসফাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি, একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে। হামলায় পারমাণবিক সাইটগুলোর কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম।

এদিকে, ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরের আকাশে উড়তে থাকা তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে সেদেশের সামরিক বাহিনী। ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে এ খবর দিয়েছে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালালে তা ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়। ভোর ৪টার দিকে ইসফাহানের আকাশে তিনটি ড্রোন নজরদারিতে রাখা হয় এবং পরে ধ্বংস করা হয়।

ইসফাহানে ইরানের বড় বিমানঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা ও পরমাণু কেন্দ্র রয়েছে। সেজন্যই শহরটি ‘আক্রমণের’ টার্গেট হয়েছে বলে মনে করা হচ্ছে।

সবশেষ, ড্রোন হামলার পরে ইসফাহান শহরের জনজীবন এখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে।

গত ১লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এই হামলায় বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরাইলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি করে তেল আবিব। ইরানের এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরাইল। তবে আমেরিকা ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইসরাইলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য আহ্বান জানিয়েছিল।

কিন্তু ইসরাইল এই আহ্বান উপেক্ষা করে আজ ভোরে ইরানে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাল।