সীমান্তে টহলের সময় ইরানের দুর্বৃত্তরা হামলা চালিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তত চার সৈন্যকে হত্যা করেছে বলে দাবি করেছে পাক সেনাবাহিনী। স্থানীয় সময় শনিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান সীমান্তের ভেতর থেকে একদল দুর্বৃত্ত পাকিস্তান-ইরান সীমান্তে কমর্রত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর নিয়মিত সীমান্ত টহলে হামলা চালিয়েছে। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় এই ঘটনা ঘটেছে। আফগানিস্তান এবং ইরানের সাথে দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে পাকিস্তানের।

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধের উপায় জানতে ইরানের সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে পাকিস্তানের সীমান্ত এলাকায় সামরিক টহলে ইরানের ভেতর থেকে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

ওই এলাকার জাতিগত বিদ্রোহী বালুচ জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বলছে, তারা আঞ্চলিক সম্পদের বৃহত্তর অংশের জন্য লড়াই করছে। সীমান্তের দুই পাশে বালুচ গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।