ইলিশের প্রজনন নিশ্চিতে নদী ও সাগরে মাছধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে রোববার (৩ নভেম্বর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই পটুয়াখালীর জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
গভীর সাগরে যাওয়া জেলেরা এখনও ঘাটে না ফিরলেও জেলার বিভিন্ন নদী ও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় মাছ শিকারে যাওয়া জেলেরা ফিরেছেন তীরে। এদের মধ্যে বেশির ভাগ জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে হাসি ফুটেছে মুখে।
জেলেরা জানান- নিষেধাজ্ঞাকালে সরকারি চাল পেলেও, ধার-দেনায় দিন কেটেছে তাদের। প্রত্যাশা, কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে, ধারদেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারবেন।
এদিকে নিষেধাজ্ঞার সময় প্রশাসনের কঠোর অবস্থানের কারণে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে- দাবি সংশ্লিষ্টদের।
তারা বলছেন, এ মৌসুমে বৃষ্টি আর নদীতে পানির চাপ থাকায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে জেলেরাও পাবে পর্যাপ্ত মাছ।