গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি বাহিনীর অভিযানে ৫৩ জন নিহত এবং আরও ১৬১ জন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে তারা। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরাইল-হামাসের যুদ্ধের জেরে ইসরাইলি হামলায মোট তিন হাজার ১০৩ জন নিহত হয়েছেন।
একইসাথে গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। গাজায়ও নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। শুক্রবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, গাজার উত্তরাঞ্চলেই নিহত হয়েছেন কমপক্ষে ৪২ জন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা ভূখন্ডে মোট মৃতের সংখ্যা প্রায় ৪৩ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি।
এছাড়া, ইসরাইলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তর-পূর্বের আর-রাম শহরে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালিয়েছে। সাথে নাবলুস শহর এবং নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
হামাসের পক্ষে পাল্টা হামলা করে যাচ্ছে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহও। লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করে এক বিবৃতি প্রকাশ করেছে শক্তিশালী এই গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনাদের হত্যা করা হয়েছে তা উল্লেখ করেনি হিজবুল্লাহ।