ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে দায়িত্ব পালনের সময় আল-জাজিরা টেলিভিশনের নারী সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনাবাহিনী। ফিলিস্তিনের স্বস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বুধবার (১১ই মে) জেনিন শহরে ইসরাইলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহকালে কালে ইসরাইলি সৈন্যরা তাকে মাথায় গুলি করে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযান কভার করার সময় বুধবার (১১ই মে) তাকে হত্যা করা হয়েছিল।
আল জাজিরার আরেক প্রতিবেদক নিদা ইবরাহিম বলেন, তার এমন মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। এ ঘটনা আমাদের জন্য একটি বড় ধাক্কা।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যান শিরীন আবু আকলেহ। এসময় জেরুজালেমভিত্তিক আল-কুদস পত্রিকায় কর্মরত আরেকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। তার অবস্থা এখন স্থিতিশীল।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।