ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় তিন সপ্তাহ ধরে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাত হাজার ২৮ জনে দাঁড়িয়েছে বলে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

ইসরাইল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সংশয় জানানোর ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই নিহতের পূর্ণ সংখ্যা প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২১ পৃষ্টার সেই নথিতে নিহতদের মধ্যে ৬ হাজার ৭৪৭ জনের নাম, বয়স ও এবং জাতীয় পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করা হয়েছে । বাকি ৫১৯ জনের নাম-পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি। নথিতে তাদেরকে ‘শনাক্ত করা যায়নি’ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

শনাক্ত না হওয়া এই নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের সংখ্যা ২৮১ জন এবং শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২৪৮ জন। এ প্রসঙ্গে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের লোকজনরা নাম-পরিচয়বিহীন কোনো সত্ত্বা নয়, যে চাইলেই তাদের অবহেলা করা যায়।’

এদিকে গাজায় নিহতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সন্দেহের মধ্যে ইসরায়েলি হামলায় প্রাণ হারানো হাজার হাজার মানুষের নাম প্রকাশ করেছে উপত্যকায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের প্রতিটি সংখ্যার বিপরীতে একজন ব্যক্তির গল্প রয়েছে বলে মন্তব্য করেছে মন্ত্রণালয়টি।