ইরানের ওপর হামলা চালালে তেহরানের প্রতিশোধ আগের চেয়ে শক্তিশালী হবে বলে আবারও ইসরাইলকে সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবানন সফরকালে ইসরাইলকে এ সতর্কবার্তা দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরাইলকে সতর্ক করে বলেছেন, ইরানে পাল্টা হামলা হলে এবারের প্রতিশোধ আরও কঠোর হবে বলে হুঁশিয়ারী দিয়েছে তেহরানের।
এছাড়াও, লেবাননে যুদ্ধবিরতির প্রচষ্টাকে সমর্থন করবে বলে জানিয়েছে তেহরান। তবে সে চুক্তিতে হিজবুল্লাহর সমর্থন থাকতে হবে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধেরও উদ্যোগ নিতে হবে। শুক্রবার ইরানের পররাষ্টমন্ত্রী আব্বাস আরাঘচি এসব কথা বলেন।

এদিকে, লেবাননে ইসরাইলি হামলার কারণে নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। শুক্রবার বৈরুতের বিমানবন্দর থেকে বিদেশি নাগরিকদের বহনকারী বেশ কয়েকটি বিমান ছাড়ে। এসব বিমানে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা ছিলেন।