দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে কয়েকশ মিসাইল ছুড়েছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল। কিন্তু তা সত্ত্বে অনেক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। ইসরাইল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসলামিক রেভিলিউশনারি গার্ড ক্রপসের বরাত দিয়ে জানিয়েছে, কয়েক ডজন ব্যালেস্টিক মিসাইল ইসরাইল লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। পাল্টা আঘাত হানা হলে ইসরাইলে আরও আক্রমণের হুমকি দিয়েছে ইরান।
হামলার পর ইসরাইলে সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরাইলের সামরিক বাহিনী হামলা থেকে বাঁচতে নিজ নাগরিকদের বাঙ্কারে অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে।
এক ভিডিও বার্তায় ইসরাইলের এক মুখপাত্র জানিয়েছে, হামলা ঠেকাতে ইসরাইলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি সক্রিয় রয়েছে। সামরিক বাহিনী যেকোন হামলা রুখে দিতে সক্ষম বলে জানিেেয়ছে তিনি।
এদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিয়ে হোয়াইট হাউজে জরুরি বৈঠকে বসেছেন। তার সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা রয়েছে।