ইসরায়েলকে লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান। ইরানি মিডিয়ায় দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে।

স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলছে, এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহযোগিতা করতে মার্কিন বাহিনী নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ইরানের আক্রমণটি পরাজিত এবং অকার্যকর  হয়েছে। যা ইসরাইলি সামরিক সক্ষমতা এবং মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রমাণ।

এছাড়া সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাইডেন আরো বলেন, ‘এসব হামলার বিরুদ্ধে ইসরাইলকে সুরক্ষা দিতে এবং এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপদ রাখতে কীভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

এদিকে, ইসরাইলে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বড় ভুল করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। এজন্য ইরানকে কড়া মূল্য দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেন নেতানিয়াহু। ইসরাইলের ওপর এ হামলা ‘ব্যর্থ’ হয়েছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে।

এসময় নেতানিয়াহু দম্ভের সাথে জানিয়েছেন, ‘ইরানের সরকার আমাদের আত্মরক্ষার সংকল্প এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারছে না। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর চিফ অব স্টাফ ফুয়াদ শুকরও বুঝতে পারেনি। তবে তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। সম্ভবত তেহরানেও এমন কিছু লোক আছে যারা এটি বুঝতে পারছে না। তবে তাদের বুঝিয়ে দেয়া হবে।’