দুই দিনের সফরে ইসরাইল যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আজ বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) সকালে ইসরাইলের উদ্দেশ্য রওনা হয়েছেন জানিয়েছেন সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যম জানায়, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ঋষি সুনাকের। দুই দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যাবেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, ‘প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যুই দুঃখজনক। হামাসের ভয়ঙ্কর হামলায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে।’ মঙ্গলবার গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার পর সংঘাত যেন ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নেতাদের কাজ করতে হবে। এ ধরনের প্রচেষ্টায় যুক্তরাজ্য সবার আগে থাকবে।
তিনি বলেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন তিনি। এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হতে পারে সে বিষয়েও আলোচনা করবেন।