অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালায়। পরে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তখন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছেই।