ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ও তার কথিত ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
শুক্রবার (০১ মার্চ) হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ বিষয়ে একমত হন। সেইসাথে তারা গাজায় মানবিক সহায়তার সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন।
হোয়াইট হাউজের এক বিবৃতি থেকে জানা যায়, চীন, অভিবাসন, গর্ভপাত এবং এলজিবিটিকিউ অধিকারের বিষয়েও আলোচনা হয়েছে তাদের। এ বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উগ্র ডানপন্থী অবস্থানের বিষয়েও মতপার্থক্য কমেছে বলে জানায় হোয়াইট হাউজ। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন বাইডেন।
হোয়াইট হাউজের আরেকটি বিবৃতি থেকে জানা যায়,এই বৈঠকের আগে সামরিক বিমানযোগে গাজায় খাদ্য সরবরাহ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (পহেলা মার্চ) সাহায্যের জন্য লাইনে দাঁড়ানো ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর হামলার ঘটনার একদিন পর গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে এই ঘোষণা দেন তিনি। বাইডেন বলেন, অল্প সময়ের মধ্যেই মার্কিন বিমান সহায়তা নিয়ে উপস্থিত হবে। তবে এ ব্যাপাওে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি তিনি।