দুই আরব বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করে টেলিগ্রাম পোস্টে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। দুই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রবিবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর হাদেরায় দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায় হামলাকারীরা।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে টুইটারে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি লিখেন, ইসরায়েলের হাদেরায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সমাজে এ ধরনের সহিংসতার কোনও স্থান নেই। নিহত ইসরায়েলি পরিবারের পাশে আছি এবং সহানুভূতি প্রকাশ করছি।

এক ভিডিওতে, ওই শহরের রাস্তায় দুই হামলাকারীকে বন্দুক নিয়ে গুলি চালাতে দেখা গেছে। তখন ওই এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, হামলায় ইসরায়েলের সীমান্ত পুলিশের দুই আধাসামরিক সদস্য প্রাণ হারিয়েছেন।