প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সত্যিকার ইসলামের শিক্ষা যেন মানুষ পায়, ইসলামের মূল্যবোধের প্রচার ও প্রসারের কথা ভেবে ও মানুষকে জঙ্গীবাদ থেকে দূরে রাখতে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।
আজ (বৃহস্পতিবার) তৃতীয় ধাপে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এসব মডেল মসজিদ উদ্বোধন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, ধর্মচর্চার পাশাপাশি মানুষ যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে না যায়, সে বিষয়ে শিক্ষা দেওয়ার লক্ষ্যেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সত্যিকার ইসলামে যারা বিশ্বাস করে তারা সকল ধর্মের প্রতি সহনশীল হবে। ইসলাম শান্তির ধর্ম, বিচারের দায়িত্ব আলাহ কাউকে দেয়নি। খুন করা ইসলামের শিক্ষা নয়। খুন করতে গিয়ে ইসলাম ধর্মের নামে কুৎসা দেয়া হচ্ছে।
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেওয়া হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলামকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার। যারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করে তারা অন্য ধর্মের প্রতিও সহনশীল হয়।
রমজানে কিছু ব্যবসায়ী পন্যের দাম বাড়িয়ে দেন উলেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটা গর্হিত কাজ। খাদ্যের মজুদ যেন করতে না পারে, ভেজাল যেন দিতে না পারে সেজন্য সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।