দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ। আজ শেষ দিনের মত নির্বাচন কমিশন আপিলের প্রেক্ষিতে যাচাইবাছাই করে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করবে। সকালে, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আপিল আবেদনের শুনানি শুরু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ১০০টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৪ জন। তবে আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের। এর আগে বুধবার চতুর্থ দিনে (১৩ ডিসেম্বর) ৪৫ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ই ডিসেম্বর। এরপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ই ডিসেম্বর। সেদিন থেকে আগামী ৫ই জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। আর ভোট হবে ৭ই জানুয়ারি।