আসছে সংসদ নির্বাচনে প্রার্থী হবার আবেদন সংক্রান্ত আপিল আবেদনের ওপর নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই শুনানি শুরু হয়।

এর আগে প্রথম দিনের শুনানিতে ৯৪টি আপিলের নিষ্পত্তি করে কমিশন।এদের মধ্যে প্রার্থীতা ফিরে পেয়েছেন ৫৬ জন। প্রথম দিনে যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম, মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, পাবনা-২ আসনের বিএনএম এর প্রার্থী কন্ঠশিল্পী ডলি সায়ন্তনী,বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ ৫৬ জন। আর না-মঞ্জুর হয়েছে ৩২ টি।আপিল আবেদনের এই শুনানি চলবে আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত।