বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দিবে, তা নিয়ে আপত্তি নেই।সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর সংলগ্ন আদর্শ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলে এক দলীয় সংসদ চলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, বিকল্পধারা, তরিকত ফেডারেশন, স্বতন্ত্রসহ সংসদ চলে। আর এরা (বিএনপি) বলে একদলীয় পার্লামেন্ট চলে।
বিএনপি ভণ্ডামির রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করেছিল।
ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনীতির জন্ম দিয়েছে বিএনপি। তারা এই পথ থেকে বেরিয়ে আসতে না পারলে কখনও আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।
তিনি বলেন, বিএনপির আন্দোলন দেখেই বোঝা যায় জনগণ তাদের সাথে নেই। তাদের ভুয়া আন্দোলন থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা জনগণের জন্য কাজ করছি, তাই জনগণ আমাদের সঙ্গে আছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ দেশে প্রথম নির্বাচন কমিশনকে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনার সরকার। গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সবকিছুই বিএনপি ধ্বংস করেছে, আর মেরামত করেছে বঙ্গবন্ধুকন্যা।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসার আগে বিএনপি নেতারা হাসপাতালে কেন গিয়েছে? বিএনপি নেতারা হতাশ হয়ে হাসপাতালে গেছে। এরপর সেখান থেকে বেরিয়ে আবারও তারা হাঁকডাক-মিথ্যাচার শুরু করেছে।