যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যাপক তাণ্ডব চালানোর পর দক্ষিণ ক্যারোলিনার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ইয়ান। ইয়ানের প্রভাবে ফ্লোরিডায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যটির প্রায় ২৬ লাখ মানুষ। ইয়ানকে ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দুর্যোগ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হারিকেন ইয়ানের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। স্থানীয় সময় বুধবার বিকেলে রাজ্যের কায়ো কোস্টা দ্বীপে আছড়ে পড়ে ক্যাটাগরি চার মাত্রার হারিকেনটি। এসময় বাতাসের গতিবেগ ছিলো ২৪১ কিলোমিটার। বন্যার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট। এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যের ২৬ লাখ মানুষ।

ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা জানান তিনি। এসময় দূর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহায়তার আহŸান জানান বাইডেন।