করোনা মহামারির কারণে টানা দুই বছর পর এবার জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হচ্ছে ঈদের জামাত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন।
পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে থাকা তিনটি পৃথক চেকপোস্টের মধ্য দিয়ে মুসল্লিদের যেতে হচ্ছে। ঈদ জামাতে প্রবেশের মুখে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে। তিন জায়গায় তল্লাশির পরই মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে এ নিয়ে কারও মনে কোনো বিরক্তি দেখা যায়নি। উল্টো কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দূর থেকে আসা মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।
ঈদের নামাজ আদায়ে রাজধানীর পুরান ঢাকা থেকে আসা মুসফিকুর রহমান বলেন, করোনার কারণে গত দুই বছর এখানে জামাত হয়নি। এবার হচ্ছে। তাই এসেছি। সবার সঙ্গে বড় জামাতে নামাজ পড়ার আনন্দই আলাদা। ভালোই নিরাপত্তা রয়েছে। যেহেতু বড় জামাত, সেহেতু এখানে নিরাপত্তার প্রয়োজন আছে।
আগেই ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রস্তুতি পরিদর্শন করে জানান, একসঙ্গে ৩৫ হাজার মানুষ ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন।
জাতীয় ঈদগাহের জামাতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন।