ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। যাত্রীরা কাউন্টারের পাশাপাশি অনলাইনে ট্রেনের টিকিট পাবেন বলেও জানান তিনি।

শুক্রবার (পহেলা মার্চ ) সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে যান মন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দেশের যে রেলওয়ে স্টেশনগুলো বন্ধ আছে, সেগুলোও চালু করা হবে। এরই মধ্যে স্টেশনমাস্টারের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দ্রুত স্টেশনমাস্টার নিয়োগ প্রক্রিয়া শেষে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।