ঈদে পোশাক শ্রমিকরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন সেজন্যে রাজধানীতে চলাচল করা ছয়শ’টি বিআরটিসির বাস ঈদের সময় দূরপাল্লার রুটে চলবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম।

রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র প্রধান কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিআরটিসিকে জনবান্ধব পরিবহনে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।  দক্ষিণ কোরিয়া থেকে কেনা ৩৪০ টি এসি বাস  বিআরটিসি’র বহরে শিগগিরই যুক্ত হবে বলেও জানান তিনি।

চেয়ারম্যান জানান, বিআরটিসির দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেয়া হচ্ছে। বিগত দিনে নানা অবস্থাপনার কারণে বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারেনি বলেও জানান তাজুল  ইসলাম। বিআরটিসি’র গাড়ি লিজ না দিয়ে এখন সংস্থা নিজেই পরিচালনা করবে বলেও জানান  তিনি।

এদিকে, বিআরটিসি বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেছেন মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘বিআরটিসি একসময় অলাভজনক সরকারি প্রতিষ্ঠান হলেও বর্তমানে এটি একটি লাভজনক। গত বছরের তুলনায় ২৫ শতাংশ যাত্রী বেড়েছে। আগে ৬ কোটি ৩০ লাখ টাকা বেতন দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে ১০ কোটি ৬৩ লাখ টাকা বেতন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কক্সবাজারের নতুন ডিপো লাভজনকভাবে চলছে।’

মো. তাজুল ইসলাম জানান, শিগগির স্মার্ট স্কুল সার্ভিস চালু হতে যাচ্ছে ঢাকায়। এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে চুক্তি হয়েছে। বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু হবে।