আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ঈদযাত্রায় ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (শুক্রবার) সকাল থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এদিন আগামী ১৭ই এপ্রিলের ট্রেনযাত্রার টিকিট বিক্রি হচ্ছে। দেশে প্রথমবারের মতো এবার ট্রেনের টিকিট শতভাগ মিলছে অনলাইনে। যে কারণে রাজধানীর কমলাপুর স্টেশনে নেই টিকিট প্রত্যাশিতদের চিরচেনা অপেক্ষা বা ভীড়।

তবে শুক্রবার সকালে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের ভেতরেই বিভিন্ন স্থানের টিকিট শেষ হয়ে গেছে বলে জানা গেছে। রেলওয়ের টিকেটিং ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে, ঈদযাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি থাকে, সেগুলোতে টিকিট শেষ দেখাচ্ছে।

জানা গেছে, এবারের ঈদে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য মোট ২৫ হাজার ৭৭৮টি আসনের টিকিট ছাড়া হবে। এর বিপরীতে বিক্রির শুরুতে প্রথম মিনিটেই ১২ লাখ মানুষ ওয়েবসাইটে প্রবেশ করেন বলে জানিয়েছে রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডট কম।

ঈদযাত্রায় আগামী ১৭ই এপ্রিলের অগ্রিম টিকিট মিলছে ৭ই এপ্রিল। পর্যায়ক্রমে ১৮ই এপ্রিলের টিকিট ৮ই এপ্রিল, ১৯ই এপ্রিলের টিকিট ৯ই এপ্রিল, ২০শে এপ্রিলের টিকিট ১০ই এপ্রিল এবং ২১শে এপ্রিলের টিকিট পাওয়া যাবে ১১ই এপ্রিল তারিখে।

মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।

এদিকে, দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (শুক্রবার) বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২১শে এপ্রিলের অগ্রিম টিকিট। একইসাথে অনলাইনের মাধ্যমেও কেনা যাচ্ছে।

আজ সকাল থেকেই বাস কাউন্টারগুলোতে টিকিটের জন্য তেমন ভিড় দেখা যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভীড় বাড়বে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও টিকিট বিক্রি হচ্ছে। ৭ই এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেয়া হবে। বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।