সাধারণ যাত্রীদের বাড়ি ফেরা নিরাপদ ও নিশ্চিত করতে গোয়েন্দা ও র্যাব পুলিশের সব বাহিনী একযোগে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরির্দশক আব্দুল্লাহ আল মামুন। আজ (বুধবার) দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পুলিশ প্রধান বলেন,‘ ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিশেষ বাহিনী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় যেনো নাশকতা বা চুরি-ছিনতাই না ঘটে, সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঈদে বাড়ি যাওয়ার সময় ফাঁকা বাসার মূল্যবান জিনিসপত্র নিকটাত্মীয়ের কাছে রেখে যাওয়ার পরামর্শ দিয়ে আইজিপি বলেন,‘ ঈদের ছুটিতে ফাকা বাসায় ও মার্কেটে নিরাপত্তা দিতে বিশেষ নিরাপত্তা টিম মাঠে কাজ করছে। ঈদের নামাজকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই।’