ঈদুল আজহার ঈদযাত্রাকেও নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (বুধবার) সকালে, সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হলেও দুর্ঘটনা তেমন একটা নিয়ন্ত্রণে আসেনি। সড়ক যোগাযোগে ব্যাপক উন্নয়নের পরও ইতিবাচক ফল মিলছে না। তবে সড়কে দুর্ঘটনা রোধে সরকারের নেয়া নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহনমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, ‘২০শে এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার টাকা। এ ছাড়া পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৬৬০ কোটি ২৪ হাজার টাকা। এরইমধ্যে প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা সরকারের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির সমপরিমাণ অর্থ জমা দেয়া হবে।’