পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, আজ মঙ্গলবার থেকে আগামী পহেলা জুলাই শনিবার পর্যন্ত মোট ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
তিনি আরও জানান, উভয় দেশের আমদানি রপ্তানিকারকদের সাথে বৈঠক করে স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ঈদের ছুটি চলাকালীন সময়ে ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে উভয় দেশের যাত্রী পারাপারে কোনো সমস্যা হবে না।
বুড়িমারী ইমিগ্রেশন অফিসার মুর হাসান কবির জানান, আমদানি-রপ্তানি কাযর্ক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে।
এদিকে, ৫ দিনের ছুটি চলাকালীন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে সকল লোড আনলোড প্রক্রিয়াসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে চলাচল স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরি চালক আব্দুল জলিল জানান, আগামী রোববার থেকে বন্দরের কাজ পুরোপুরি চলবে। ঈদের ছুটিতে যেকোনো নাশকতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিমগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।