স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে গেছেন বেশিরভাগ কর্মজীবী মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা ব্যস্ততা ও ভিড়।

রাজধানী ঢাকাজুড়ে ঈদের আমেজ শুরু হয়েছে। স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে গ্রামের পানে ছুটছে মানুষ। রাজধানীর প্রধান সড়কসহ অলিগলিও বেশ ফাঁকা। চিরচেনা সেই অসহনীয় যানজটের বালাই নেই। তবে বিপণিবিতান ও আশপাশে কিছুটা ভিড় রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মেঘাচ্ছন্ন আকাশের সাথে তাপমাত্রা থাকবে স্বাভাবিক।

ঈদের আগেই রাজধানীতে বইছে ঈদের আমেজ। মানুষের ভেতরে নেই কোন বাড়তি তাড়াহুড়া। যেন অনেকটা স্বস্তি বিরাজ করছে সবখানে।

যানজট, কোলাহল, মোড়ে মোড়ে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার জট; সাধারণত এমনই চিত্র রাজধানী ঢাকার নিত্যসঙ্গী। বুধবার ঈদের আগের দিনে সে চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় নেই কোনো যানজট, মোড়ে মোড়ে নেই গাড়ি, রিকশার জটলা, নেই ট্রাফিক সিগন্যালের বিধিনিষেধ। একদম ফাঁকা। বলা যায়, এ এক অচেনা ঢাকা।

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, মগবাজার, বাংলামটর, কারওয়ান বাজার, কাকরাইল, বাড্ডা ও গুলশান এলাকা ঘুরে দেখা যায়, পথে মানুষের উপস্থিতিও কম। প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যাও কম। গাড়ি ও যানজট কম থাকায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।

সিএনজিচালিত অটোরিকশা চললেও ভাড়া বেশি। গলির ভেতরের সড়কে রিকশাও কম। গন্তব্যে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। গাড়ি না পাওয়ায় কিছুটা বিপাকেও পড়েছেন।

এদিকে, ফাঁকা ঢাকায় স্বচ্ছন্দে চলাচল করছে মানুষ। তবে, রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।