ঈদের ছুটি শেষে আজ (মঙ্গলবার) খুলেছে অফিস, কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন পেশাজীবীরা। তবে ছুটির আমেজ এখনো কাটেনি। সরকারি-বেসরকারি অফিসগুলোয় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিলো হাতে গোণা। ব্যস্ত ছিলেন একে-অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ে। ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলেছে। তবে লেনদেন কম।

ঈদের ছুটি গত শনিবার থেকে শুরু হয়ে শেষ হলো সোমবার। তার আগে শুক্রবার ছিলো সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে টানা চারদিনের ছুটি শেষে মঙ্গলবারই প্রথম অফিস। কর্মস্থলে এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজ মন্ত্রণালয়ে কর্মরতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। পরে তিনি জানান, বানভাসি মানুষকে ঈদ উদযাপনের জন্য ২ কোটি টাকা ও চালসহ খাদ্য সহায়তা দিয়েছে সরকার।

এদিকে, ব্যাংক-বীমাসহ অন্যান্য অর্থিক প্রতিষ্ঠান খোলা হলেও লেনদেন তেমন হয়নি। জরুরি প্রয়োজনের কাজকর্মই সারা হয়েছে এদিন। চলতি সপ্তাহে কর্মস্থলে এমন ঢিলেঢালা ভাব থাকবে বলেই জানালেন কর্মজীবীরা। তবে আগামী সপ্তাহে আবারও ফিরবে কর্মচাঞ্চল্য।

উল্লে­খ্য, ঈদুল আযহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।