ঈদের ছুটি শেষে আজ খুলেছে সরকারি-বেসরকারি অফিস ও আদালত। সারা দেশে গত বৃহস্পতিবার পালিত হয় ঈদুল আযহা। ঈদ উপলক্ষে গত মঙ্গলবার থেকে শুরু হয় চারদিনের ছুটি। এরপর আজ (রবিবার, দোসরা জুলাই) প্রথম কর্মদিবস। কর্মচঞ্চল হয়ে উঠছে অফিস পাড়া।
তবে কর্মস্থলে এখনও ছুটির আমেজ কাটেনি। অনেকে ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা অফিস করবেন আরও দু’একদিন পর। অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও দুই থেকে তিন দিন।
সপ্তাহের প্রথম দিন রবিবার থেকে (০২ জুলাই) যথারীতি খুলেছে সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। কিন্তু বেশিরভাগ দফতর ও বিভাগে গেট খোলেনি, বাতি জ্বালানো হয়নি। তাই সেসব বিভাগে বা দফতরে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। সরেজমিন ঘুরে সচিবালয়ের এমন পরিবেশ দেখা গেছে রবিবার বেলা ১২টার দিকে।
এদিন সকাল ১০টার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে সরেজমিন দেখা গেছে, অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের লাইট বন্ধ, কলাপসিবল গেটে তালা। যে কয়টি দফতর খুলেছে সেখানে উপস্থিতির হার খুবই কম। যারা ঈদের ছুটি শেষে প্রথম দিন অফিস করতে এসেছেন তারা জানিয়েছেন, অনেকেই ছুটি নিয়ে বাড়ি গেছেন। অনেকে মুখে অনুমতি নিয়ে গেছেন। আবার অনেকে ছুটি বা অনুমতি নেননি। তারা হয়তো সরাসরি বাড়ি থেকে দিনের এক ফাঁকে অফিসে আসবেন। সই করে নিশ্চিত করবেন তার প্রথম দিনের উপস্থিতি। রাজধানীর আশপাশের জেলায় যাদের বাড়ি, তারাই সাধারণত এ কাজটি করবেন বলে জানান তারা।
মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে ঘুরে দেখা গেছে এ বিভাগের অধিকাংশ দফতর খোলা রয়েছে। তবে উপস্থিতির হার খুবই কম। জেলা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত মাঠ প্রশাসন অধিশাখায় কাজ করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ অপরাপর কর্মকর্তারা কাজ করছেন নিজ নিজ দফতরে। এদের মধ্যে অনেকে ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বটিও সেরেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা গেছে, প্রতিমন্ত্রীর দফতর, সচিবের দফতর খোলা রয়েছে। প্রয়োজনীয় কাজ করছেন উপস্থিত কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দফতর খোলা থাকলেও জরুরি প্রয়োজনে সীমিত জনবল রাখা হয়েছে এখানে।
সরকারের প্রচারযন্ত্র হিসবে তথ্য অধিদফতর কার্যক্রম চালু রয়েছে। তথ্য অধিদফতরের নিউজ রুম সারা বছরই খোলা থাকে। এখানে ঈদের দিনও পিআইডির নিউজ রুমে রোস্টার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা কাজ করেন। এখনও করছেন সেভাবে।
গত বৃহস্পতিবার (২৯ জুন) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এই সময়ে জরুরি সেবা ছাড়া প্রায় সব মন্ত্রণালয় বন্ধ ছিল। ছুটি শেষে অফিস খুলেছে। তবে প্রায় প্রতিটি দফতরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার ছিল কম। প্রথম দিন যারা মন্ত্রণালয়ে ডিউটি করছেন, তারাও অনেকটা আরাম-আয়েশে গল্প করেই সময় পার করছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী মনির হোসেন বলেন, কোরবানি ঈদে তো নিজ বাড়িতে কাজকর্ম বেশি থাকে। তাই সেসব কাজ শেষ করে কর্মস্থলে ফিরতে সময় লাগে। অফিস খোলার পর আজ প্রথম দিন, দেরিতে হলেও সবাই চলে আসবেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি এবার ঈদের দিনে ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের আগের ২ দিন (মঙ্গলবার ও বুধবার) ও ঈদের দিন (বৃহস্পতিবার) মিলে ৩দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন । এর মধ্যে ঢাকায় ফিরে এসেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন।