প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে অনেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদের ছুটি শেষে আজ সোমবার খুলেছে সরকারি বেসরকারি অফিস।

সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বেড়ে যায়। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই ঢাকায় ফেরা মানুষের ঢল নামে। ভোরে যথাসময়েই পৌঁছেছে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো।

এদিকে, বাসে করেও ঢাকা ফিরছে কর্মমুখী মানুষ। যাত্রীদের চাপ থাকলেও মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা। ফাঁকা মহাসড়ক হওয়ায় স্বস্তিতেই ঢাকায় ফিরছেন যাত্রীরা।

এর আগে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে বাস, ট্রেন ও লঞ্চে করে রাজধানী ছেড়েছে লাখো মানুষ।

ঈদ ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল মাত্র ৫ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়।