সেন্সর পেল ঈদে মুক্তি প্রতীক্ষিত দুই সিনেমা ‘কাজল রেখা’ ও ‘লিপস্টিক’। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সেন্সর না পাওয়ায় পিছিয়ে যেতে পারে সিনেমা দুটি। তবে সেসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে অবশেষে সেন্সর পেয়ে গেল সিনেমা দুটি। সিনেমাগুলোর সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।
ষোলো শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এছাড়া আরও রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে।
অন্যদিকে সেন্সর ছাড়পত্র পেয়েছে কামজ্জামান রোমান নির্মিত সিনেমা ‘লিপস্টিক’। এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি।
রোমান্টিক থ্রিলার গল্পের ওপর নির্মিত হয়েছে ‘লিপস্টিক’। সিনেমাটির গল্পে দেখা যাবে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসে বুচি নামের গ্রামের এক কিশোরী। একটা সময় নায়িকা হয়েও যায়। কিন্তু এরপরেই শুরু হয় তার অন্য এক জীবন।
এ সিনেমায় পূজা-আদর ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।