ঈদুল ফিতর উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি আগামী ৭ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি বলেন, আগামী ৭ই এপ্রিল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু। ঈদযাত্রা ও ফিরতি সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
মন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়- এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ দেওয়া হবে।
ঈদে চাপ কমাতে এবার ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী। তবে ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭শে এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭শে এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
জানা গেছে, ৭ই এপ্রিল দেয়া হবে ১৭ই এপ্রিলের টিকিট। ৮ই এপ্রিল ১৮ই, ৯ই এপ্রিল ১৯শে, ১০ই এপ্রিল ২০শে ও ১১ই এপ্রিল দেয়া হবে ২১শে এপ্রিলের টিকিট। আর ফিরতি টিকিট দেয়া হবে ১৫ই এপ্রিল থেকে। এদিন দেয়া হবে ২৫শে এপ্রিলের টিকিট। ১৬ই এপ্রিল ২৬শে, ১৭ই এপ্রিল ২৭শে, ১৮ই এপ্রিল ২৮শে, ১৯শে এপ্রিল ২৯শে ও ২০শে এপ্রিল দেয়া হবে ৩০শে এপ্রিলের টিকিট।