এবার ঈদযাত্রায় সড়কের কারণে কোথাও ভোগান্তি হয়নি বরং ব্যবস্থাপনার ত্রুটির কারণে যানজট হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (মঙ্গলবার) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না’।

তিনি বলেন, ‘ব্যবস্থাপনার ত্রুটি- কেবল মন্ত্রণালয় বা সড়ক বিভাগ নয় সবার সার্বিক দায়িত্ব পালন করতে হবে। হাইওয়ে পুলিশের ঘাটতি আছে। সমস্যা অবশ্যই হয়েছে ম্যানেজমেন্টে নয়তো দুর্ঘটনাই হবে কেন আর যানজটইবা হবে কেন!

পদ্মা সেতুর কারণে এবার দক্ষিণাঞ্চলের মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পেরেছে বলে জানান মন্ত্রী। বঙ্গবন্ধু সেতুতে যানজটের বিষয়ে বলেন, সেতুর ওপর একদিনেই ৪৩টা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটলে গাড়ি সরানোর জায়গা নেই বঙ্গবন্ধু সেতুতে। অনেক জায়গায় গরুর হাটের কারণেও গাড়ির ধীরগতি ছিলো’।

ওবায়দুল কাদের বলেন, পোশাক শ্রমিকদের একসাথে ছেড়ে দেওয়াও যানজটের কারণ ছিলো। অথচ বিজিএমইএ বিকেএমইএ- বার বার অনুরোধের পরও তারা শ্রমিকদের পর্যায়ক্রমো ছাড়তে ব্যর্থ হয়েছে। ব্যবস্থাপনা কিংবা ইঞ্জিনিয়ারিং যেসব জায়গায় ভুল বা ত্রুটি হয়েছে অতীতের থেকে শিক্ষা নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।