ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রয়াত সালমান শাহ’র ‘আনন্দ অশ্রু’ সিনেমার দু’টি গান নতুন করে তৈরি হয়েছে। গান দু’টি হল ‘তুমি মোর জীবনের ভাবনা’ ও ‘তুমি আমার এমনই একজন’। গানের কথা ও সুর ঠিক রেখে সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। গেয়েছেন মোমিন বিশ্বাস ও স্মরণ।
গান দু’টির ভিডিও চিত্র নির্মাণ করেছেন সালমান শাহ’র ‘প্রেম পিয়াসী’ সিনেমার পরিচালক রেজা হাসমত। ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন ডি এম মাসুদ। মধুপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে গান দুটির চিত্রায়ণ।