আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা এড়াতে ১১ দিন নদীতে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ)।

আগামী ১৭ই এপ্রিল থেকে  ২৭ই এপ্রিল পর্যন্ত মোট ১১ দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আজ (বুধবার) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ই এপ্রিল গুলশান-১ নম্বরে পুলিশ প্লাজায় নৌপুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে ঈদ উপলক্ষে নৌপথে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় জানানো হয় ঈদ উপলক্ষে  বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া লঞ্চ চলাচলের সময় মাছ ধরার জাল যাতে ছড়ানো না থাকে সেই ব্যবস্থাও নেয়ার কথার বলা হয়েছে সভায়।

ওইদিন সভায়, লঞ্চ মালিকেরা মোটরসাইকেল লঞ্চে তুলতে দেবেন না জানিয়ে বলেন, ‘আমরা মোটরসাইকেল বহন করব না। এ জন্য লঞ্চঘাটে মোটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’