ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ম্যাচটি অনুষ্ঠিত হয় স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় কুয়েতের আব্বাছিয়া ক্রিকেট গ্রাউন্ডে। এতে টসে জয়লাভ করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের অধিনায়ক জাহাঙ্গীর খান পলাশ প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলতে সক্ষম হয়। এতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দুই রানে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচ উপভোগ করতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।